মোজাম্মেল ভাই, এ মিথ্যা তথ্যগুলো দিতে আপনার কি লজ্জা করলো না?

bcv24 ডেস্ক    ০৩:০৬ পিএম, ২০১৯-০৪-১৩    750


মোজাম্মেল ভাই, এ মিথ্যা তথ্যগুলো দিতে আপনার কি লজ্জা করলো না?

ড. মোজাম্মেল খানের প্রতি খোলা চিঠি

প্রিয় মোজাম্মেল ভাই, পরিচয়ের শুরু থেকে আপনাকে আমি এ নামেই সম্বোধন করি। আপনি 'দেশে বিদেশে' পত্রিকার নিজস্ব লেখকগোষ্ঠীর একজন। সম্ভবতঃ এ পত্রিকার মাধ্যমেই আপনার লেখালেখির জীবন আরম্ভ করেছেন। আজ কয়েকটি কথা আপনার উদ্দেশ্যে লিখছি। 

(১) আপনি আপনার লেখায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে অনেক কথা লিখেছেন এবং তুলে ধরেছেন। এরই ফাঁকে কখন যে আপনি মুক্তিযোদ্ধার আসনে আসীন হয়ে আপনার নাম বসিয়ে দিয়েছিলেন আমরা টের পাইনি। দেখলাম, বিভিন্ন সময় একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনি সম্মাননা নিচ্ছেন, সাক্ষাৎকার দিচ্ছেন। পরবর্তীতে যখন আপনাকে জনসমক্ষে চ্যালেঞ্জ করা হলো তখন আপনি স্বীকার করলেন- আপনি মুক্তিযোদ্ধা নন। আমার প্রশ্ন- এ ভূয়া পরিচয় না দিলে কি চলতো না?  

(২) ২০১৬ সালে অন্টারিও পার্লামেন্ট ভবনের সামনে বিসিএস এর উদ্যোগে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলনের একটি অনুষ্ঠান হয়েছিল। সে অনুষ্ঠানে আয়োজকরা উদীচীর সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আজিজুল মালিককে দিয়ে এ মহান অনুষ্ঠানের সূচনা করতে চেয়েছিলেন। আপনি মালিক ভাইকে গিয়ে অনুরোধ করলেন তাঁর পাশে আপনি থাকতে চান। মালিক ভাই আপত্তি করেননি। আপনি পতাকাটি খামচে ধরলেন এবং তিনি রশি ধরে টান দিলেন। পরবর্তীতে আপনি আপনার একটি লেখায় বুঝালেন- আপনিই এ মহান কর্মটি সম্পাদন করেছেন। আপনার লেখায় আজিজুল মালিক ভাইয়ের কোন নাম-নিশানা ছিলো না। অতি সম্প্রতি ঐদিনের একটি ছবি আপনার ফেসবুক ওয়ালে আপনি পোষ্ট করে লিখেছেন, ''....প্রথমবারের মতন ইতিহাস সৃষ্টিকারী বাংলাদেশের পতাকা উত্তোলনের পূর্ব মুহূর্তে পাশে Speaker Hon. Dave Levac...'' এখানেও আজিজুল মালিকের নাম দিলেন না। ছবিতে মালিক ভাইকে অসহায় অবস্থায় রশির কোনা ধরে থাকতে দেখা যাচ্ছে। আমার প্রশ্ন- পতাকাটিতো আপনি উত্তোলন করেননি, যিনি উত্তোলন করলেন তাকে আপনি এড়িয়ে গেলেন কিভাবে? ঐদিনের ঘটনার স্বাক্ষী যারা উপস্থিত ছিলেন সবাই। এরকম তথ্য বিকৃতি না করলে কি চলতো না?

(৩) আপনাকে অন্টারিও আওয়ামী লীগের 'থিংক ট্যাংক' হিসেবে উপাধি দেয়া হয়েছে। আপনি কি ঐসব উৎসাহীদের বলেছেন এ ধরনের হাস্যকর উপাধি আপনাকে না দিতে? আপনি আওয়ামী লীগ নিয়ে কি কি চিন্তা করেছেন বা করছেন বলবেন কি? আপনার কি কি কন্ট্রিবিউশন আছে বাংলাদেশ আওয়ামী লীগে বলবেন কি? অভিযোগ আছে আপনি ঐ সব অনুষ্ঠানে উপস্থিত থাকেন প্রধান অতিথি অথবা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখার জন্য এবং ঐ সব বক্তব্যে আপনি 'আমি আমি' অর্থাৎ আপনার গুণগান ছাড়া আর কারো কথা বলতে পারেন না। 

(৪) অতি সম্প্রতি আপনি Council of the Ontario Association of Certified Technicians and Technologists থেকে ‘Outstanding Educator Award and Honorary Membership Award’ পেয়েছেন। অভিনন্দন আপনাকে। এ খবরটি টরন্টো বা কানাডার মূলধারার কোন পত্রিকাতে না এলেও ঢাকার দু'টি ইংরেজি পত্রিকায় এবং স্থানীয় একটা বাংলা পত্রিকার মাধ্যমে আমরা জেনেছি। সারা বিশ্ব থেকে আপনাকে অভিনন্দন জানানো হচ্ছে। আপনি নাকি ৬৫,০০০ শিক্ষক এর মধ্য থেকে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন! কেউ কেউ বলেছেন- বিশ বছর যাবত প্রবর্তিত শ্রেষ্ঠ শিক্ষকের সম্মান এই প্রথম কোন অশ্বেতাঙ্গ শিক্ষককে প্রদান করা হয়েছে। আপনার ওয়ালে অভিনন্দন-এর বন্যা বয়ে যাচ্ছে এবং আপনি সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন।  

চলুন মূল বিষয়টা একটু দেখে নিই। The Ontario Association of Certified Engineering Technicians and Technologists (OACETT) is a non-profit, self-governing, professional association বলে তাদের ওয়েবসাইটে জানান দিচ্ছে। অর্থাৎ এটা প্রফেশনালদের একটি সংগঠন। এটা শিক্ষকদের কোন সংগঠন নয়; এতে অন্টারিও বা কানাডা সরকারেরও কোনো সংশ্লিষ্টতা নেই। প্রতিবছর তারা কমিউনিটি সার্ভিস থেকে শুরু করে পাবলিকেশন্স এওয়ার্ডসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্নজনকে এওয়ার্ড দিয়ে থাকে। এবছর অন্যান্যদের সাথে ড. মোজাম্মেল খান আপনাকেও তারা দু'দুটি এওয়ার্ড দিয়ে সম্মানিত করেছে। তবে আপনি নিজেকে যেভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন তা যদি সত্যি হতো তাহলে দ্য টরন্টো ষ্টার, গ্লোবাল মেইল, সিবিসিসহ মূলধারার কোন মিডিয়ায় এ সংবাদ নাই কেন? 

আপনার কাছে আমার প্রশ্ন- আপনি বলুন- ৬৫ হাজার শিক্ষকের মধ্য থেকে আপনি কি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন? আপনি কি গত বিশ বছরের মধ্যে প্রথম অশ্বেতাঙ্গ যিনি এ সম্মান পেয়েছেন? যেহেতু আপনি বিষয়টি আপনার ভক্ত/অনুরাগীদের কাছে স্পষ্ট করেননি তার মানে আমরা ধরে নিতে পারি কথাগুলো সঠিক। 

মোজাম্মেল ভাই, এ মিথ্যা তথ্যগুলো দিতে আপনার কি লজ্জা করলো না? যারা আপনার হয়ে কথাগুলো বলছে এবং যে মিথ্যা তথ্যগুলোতে আপনিও একের পর এক সম্মতি দিয়ে নিজেকে বিশেষ একটি আসনে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন তা আপনার মতো একজন শিক্ষিত মানুষের কাছ থেকে আমরা আশা করি না। আপনি কি একবারের জন্য বলতে পারলেন না যে, আপনি এওয়ার্ড পেয়েছেন ঠিকই, তবে তথ্যগুলো সঠিক নয়! 

দেখা যায় বারবার আপনি ভূয়া পরিচয় দিয়ে, মিথ্যার মুকুট পরে কমিউনিটিতে বিশেষ সম্মান লাভের চেষ্টা করে যাচ্ছেন। আপনি কি মনে করেন ভবিষ্যতে কোন সামাজিক, সাংস্কৃতিক, আঞ্চলিক বা রাজনৈতিক সংগঠনের কোন অনুষ্ঠানে আপনাকে আগের মতো সম্মানিত করা হবে? মনে রাখবেন, আপনার জবাবদিহিতা না থাকতে পারে তবে সংগঠনের কর্মকর্তাদের জবাবদিহিতা আছে বলে আমি মনে করি। 

(বন্ধুগণ, আপনার এ প্রিয় নগরী নষ্টদের হাতে চলে গেছে। বাটপারদের দাপটে এ নগরীতে বাংলাদেশ কমিউনিটির মধ্যে একটা অস্থিরতা বিরাজ করছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর দস্তখত জালসহ অনেক ঘটনার স্বাক্ষী আমি। ধীরে ধীরে এসব নেতাদের মুখোশ উন্মোচন করবো। আমাকে ভালবাসলে আমার ওয়ালে নিয়মিত ভিজিট করবেন, পুরনো লেখাগুলো পড়বেন এবং শেয়ার করবেন।)

(সাংবাদিক নজরুল মিন্টু’র ফেসবুক আইডি থেকে নেয়া)


রিটেলেড নিউজ

অটোয়ায় সফলভাবে মঞ্চস্থ হলো “ তিন কন্যার উপাখ্যান

অটোয়ায় সফলভাবে মঞ্চস্থ হলো “ তিন কন্যার উপাখ্যান

মৈত্রেয়ী দেবী

হল ভর্তি দর্শকশ্রোতার উপস্হিতিতে অটোয়ায় সফল ভাবে মঞ্চস্থ হলো “তিন কন্যার উপাখ্যান”।এমন হল ভর্তি... বিস্তারিত

অর্থের বিনিময়ে টিকটককে বিপদজনক প্রমাণের চেষ্টা মেটার

অর্থের বিনিময়ে টিকটককে বিপদজনক প্রমাণের চেষ্টা মেটার

bcv24 ডেস্ক

টিকটককে দমিয়ে রাখতে ব্যবসায়িক পরামর্শ প্রদানকারী এক প্রতিষ্ঠানকে অর্থ দেওয়ার অভিযোগ উঠেছে মেটা... বিস্তারিত

বিশ্বজয়ী হাফেজকে নিয়ে গায়ক আসিফের স্ট্যাটাস

বিশ্বজয়ী হাফেজকে নিয়ে গায়ক আসিফের স্ট্যাটাস

bcv24 ডেস্ক

১৯০ জন প্রতিযোগীকে পেছনে ফেলে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার সারাবিশ্বে প্রথম হয়েছে বাং... বিস্তারিত

যত বড় সাংবাদিক তত বড় কলিজা ছিল সাংবাদিক পীর হাবিবের

যত বড় সাংবাদিক তত বড় কলিজা ছিল সাংবাদিক পীর হাবিবের

বাবলু চৌধুরী

পূর্বপশ্চিম অনলাইন পত্রিকা করে আমার উপর আস্থা রেখে শুরুতে চট্টগ্রামের দায়িত্ব দিয়েছিলেন। কানাড... বিস্তারিত

লকডাউনে অভিভাবকদের প্রতি কলেজ শিক্ষকের পরামর্শ

লকডাউনে অভিভাবকদের প্রতি কলেজ শিক্ষকের পরামর্শ

জেলা প্রতিনিধি

বাংলাদেশে দীর্ঘকালীন লকডাউনে শিক্ষার্থীরা বেশী ক্ষতির সমুক্ষীন হয়েছে বলে শিক্ষাবিদরা বরাবরই বল... বিস্তারিত

৩১ তম বিসিএস ব্যাচের সকলকে অভিনন্দন

৩১ তম বিসিএস ব্যাচের সকলকে অভিনন্দন

bcv24 ডেস্ক

০৮ বছর আগে আজকের এইদিনে বাংলাদেশ ব্যাংক থেকে ১ বছরের লিয়েন নিয়ে যোগ দিয়েছিলাম ক্যাডার সার্ভিসে-চা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত